Responsive image
Responsive image
Responsive image

আমরা দেখি। কিন্তু সবাই কি সমান দেখি?
না।
আমরা সবাই সমান দেখি না
কারণ আমাদের দেখার চোখ সবার এক নয়।
যে তারা চেনে
সে আকাশের দিকে তাকিয়ে
যে তারা চেনে না তার চেয়ে বেশি দেখবে।
গোটা আকাশ তার চোখে ধরা দেবে।
যে ফুল চেনে, গাছ চেনে, পাখি চেনে, গন্ধ চেনে
প্রকৃতির দিকে তাকালে
প্রকৃতি তার সাথে কথা বলে উঠবে।
যে ইতিহাস জানে
একটা পুরোনো বাড়ি তার সাথে যে কথা বলবে
যে ইতিহাস জানে না তার সাথে সেই গল্প করবে না।
চোখ আমাদের জন্ম থেকেই আছে।
কিন্তু দেখার চোখটা আমাদের তৈরি করে নিতে হয়।
এটা একটা খেলার মতোন।
তখন জানাটাও খেলা হয়ে যায়।

এটা কী? কেনই বা এটা এমন?
আর কীভাবে কখন এমনটা হলো?
এরপর কী হলে হতে পারে?
চারপাশকে দেখা আর যা দেখা গেল
তা নিয়ে চিন্তা করার খেলা খেলতে পারলে
একটা ক্ষুদ্র ধ‚লিকণাও হয়ে ওঠেÑ জ্ঞানের উৎস।

‘শিখি’ এই খেলাটা সবাইকে নিয়ে খেলতে চায়।
বাবা-মা-ভাই-বোন-বন্ধু-শিক্ষক-শিক্ষিকা- শিক্ষার্থী-প্রতিবেশি-সহকর্মী
সবাই মিলে ঘরে-বাইরে-স্কুলে- অফিসে
সব জায়গাতেই একটা জানার আনন্দময় পরিবেশ তৈরি করবো
আর সেই পরিবেশে বড় থেকে আরও বড় হয়ে উঠবো
এটাই ‘শিখি’...


Responsive image
Responsive image
Responsive image

নতুন আগমন